বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের সভা

বরিশালে জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের সভা

‘জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা
নিশ্চিতকরণে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে’-
এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক, বরিশাল ।

‘জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রদান করা প্রয়োজন, সেটি করা হবে। কেবলমাত্র সরকারি প্রতিষ্ঠানের নয়, সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’ সনাক আয়োজিত জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তায়নকারী কর্তৃপক্ষসমূহের সাথে ‘অধিপরামর্শ সভা’য় বরিশালের জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান- এ কথা বলেন।

টিআইবি’র সহায়তায় সনাক, বরিশাল এর আয়োজনে ০৩ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার বিডিএস মিলনায়তন, বরিশাল এ ‘অধিপরামর্শ সভা’টি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন এস. এম. অজিয়র রহমান, জেলা প্রশাসক, বরিশাল। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর জলবায়ু অর্থায়নে বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। সভায় “জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ: চ্যালেঞ্জ এবং সম্ভাবনা” শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র অ্যাসস্ট্যিান্ট ম্যানেজার- রিসার্চ (জলবায়ু অর্থায়নে সুশাসন), মো: রাজু আহম্মদে মাসুম। ‘টিআই-টিআইবি-সনাক, সনাক এর কার্যক্রম এবং জলবায়ু অর্র্র্থায়নে খাতে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে করণীয় শীর্ষক প্রতিদেন তুলে ধরেন সনাক এর জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপকমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী।

সভায় সনাক এর পক্ষ থেকে ‘জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সুপারিশমালা প্রদান করা হয়। সুপারিশগুলো হলো: প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত নাগরিক সনদ স্থাপন করা; দাত্বিপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগ ও তার নামের বোর্ড জনসম্মুখে স্থাপন; তথ্য প্রদানে রেজিস্টার অনুসরণ করা; সেবা বিষয়ক তথ্যপত্র প্রকাশ ও প্রচার করা; অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন; অভিযোগ নিরসন কমিটি গঠন ও গৃহীত অভিযোগ যথাসময়ে নিষ্পত্তি করণ; অভিযোগ গ্রহণ ও নিরসন রেজিস্টার চালু করা; যে কোন অভিযোগ জানানোর জন্য হট নাম্বার চালু করা; বিভিন্ন কমিটিতে নারী সদস্যে অন্তভুক্তিকরণ; সেবার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদান; প্রকল্প এলাকায় গণশুনানী আয়োজন করা; প্রকল্পের বাজেট, কাজের বিবরণ এবং সময়কাল উল্লেখ পূর্বক বোর্ড স্থাপন; প্রকল্পের চাহিদা অনুযায়ী স্থানীয় জনসাধারণের মধ্য থেকে যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের সুযোগ প্রদান ইত্যাদি।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বনবিভাগ মো. আবুল কালাম, সনাক উপদেষ্টা ডা. সৈয়দ হাবিবুর রহমান, আনোয়ার জাহিদ, সনাক সদস্য সাইফুর রহমান মিরণ, এলজিইডি’র সহকারি প্রকৌশলী সৈয়দ মাইনুল মাহমুদ, প্ল্যান ইন্টারন্যাশনাল এর বিভাগীয় ব্যবস্থাপক শাহরুখ সোহেল,সেভ দ্য চিল্ড্রেন এর সিনিয়র ম্যানেজার মো. ফারুক হোসেন, ঢাকা আহছানিয়া মিশন এর প্রকল্প সমন্বয়কারি মো. নাসির উদ্দিন, বেলা’র সমন্বয়কারি লিংকন বায়েন, ব্র্যাক জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-অর্থ ও প্রশাসন জুয়েল রানা ও সনাক এর ইয়েস সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech