লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ব্যাটারিচালিত অটো বোরাক চাপায় শিমুল (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মিঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র এবং একই গ্রামের সিরাজ মাতাব্বরের ছেলে ।
এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ ভোলা মর্গে প্রেরণ করা হয় এবং বোরাক চালককে আটকের চেষ্টা চলছে।