ঝালকাঠি প্রতিনিধি:
শিক্ষা বিটের সাংবাদিক সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব) এর নতুন মেয়াদের কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠাতাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সংগঠনের পুনাঙ্গ কমিটি এখনও ঘোষণা হয়নি। বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান বলেন, খুব শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিটের সাংবাদিকদের নিয়ে পেশাগত উৎকর্ষ সাধন ও অধিকার আদায়ের লক্ষ্যে ২০১৮ সালের জুলাই মাসে ইরাব গঠিত হয়, জানান দৈনিক শিক্ষা সম্পাদক ইরাব সভাপতি সিদ্দিকুর রহমান খান।
ক্যাপশন: ইরাব এর সভাপতি সিদ্দিকুর রহমান খান ও সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য।