বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাজারে প্রচুর ইলিশ, কমেছে দামও

বাজারে প্রচুর ইলিশ, কমেছে দামও

গত কয়েকদিন ধরে রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। দামও আগের চেয়ে কমেছে। বিক্রেতারা বলছেন, ঈদের পর মাছের বাজারে এখন ইলিশের ক্রেতা বেশি।

মিরপুর ১ নম্বর সেকশনের মাছবাজারে এক কেজির ইলিশ গতকাল সকালে বিক্রি হচ্ছিল সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। আর মাঝারি আকারের ৮০০ গ্রাম ওজনের একেকটি ইলিশের দাম ছিল ৫০০ টাকা। ছোট ইলিশ বিক্রি হচ্ছিল প্রতি কেজি ৩৫০ টাকায়। মাছ ব্যবসায়ীরা বলছেন, প্রচুর ইলিশ আসছে। সে কারণে দাম কমেছে। ইলিশের বাড়তি সরবরাহের কারণে অন্য মাছের দাম বেশি চাইলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন।

মিরপুর ৬ নম্বর বাজার ও কারওয়ান বাজারেও ইলিশের দাম মোটামুটি একই রকম। ভ্রাম্যমাণ বিক্রেতারাও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে প্রচুর ইলিশ বিক্রি করছেন। তাদের কাছে দাম আরেকটু কম। পীরেরবাগ এলাকায় বিক্রেতা রফিকুল ইসলাম ইলিশ প্রতিটি ৬০০ টাকা চাইলেন, যার ওজন এক কেজি বলে দাবি তার।

আগস্টের শুরুতে এত ইলিশ পাওয়ার কারণ কী, ইলিশের মৌসুম কি শুরু হয়ে গেছে, এই প্রশ্নে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ইলিশের মূল মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর মাস। তবে অনেক সময় নদীতে পানিপ্রবাহ ভালো হলে আগেই ইলিশের মৌসুম শুরু হয়ে যায়। এবারও তাই হচ্ছে। তিনি জানান, আগামী অক্টোবরে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। আগস্ট থেকেই ইলিশ বেশি পরিমাণে পাওয়া ভালো লক্ষণ।

সাধারণত মৌসুমের শুরুর দিকে বাজারে বড় ইলিশের কেজি হাজার টাকার বেশি থাকে। সংকটকালে সেটা দেড় হাজার টাকা পর্যন্ত হয়। এখন এক কেজির ইলিশ ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে, যাকে মোটামুটি সহনীয় দামই বলছেন ক্রেতারা। অবশ্য কারওয়ান বাজারের বিক্রেতা মো. সুমন জানালেন, ঈদুল আজহার আগের কয়েক দিন দাম আরেকটু কম ছিল। কারণ, তখন চাহিদা আরও কম ছিল। এখন বেড়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech