বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে টেম্পু-বাস শ্রমিকদের সংঘর্ষ, ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ

বরিশালে টেম্পু-বাস শ্রমিকদের সংঘর্ষ, ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ

মহাসড়কে থ্রি-হুইলার চলতে বাধা দেয়াকে কেন্দ্র করে বরিশালে টেম্পু শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জের ধরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭ রুটে শুক্রবার সকাল ৭টা থেকে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল ১০টায় বাস চলাচল শুরু হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকটি বাস ভাংচুর হয়েছে বলে নগরীর রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রীক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি দাবি করেছে। তবে টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস এবং টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু এ সংঘর্ষের ব্যাপারে কিছু জানেন না বলে সমকালকে জানান। পরিমল চন্দ্র দাস বলেন, যারা সংঘর্ষে জড়িয়েছে তারা টেম্পু শ্রমিক ইউনিয়নের সদস্য নন।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচল করছে। বাস-মালিক শ্রমিকদের একটি প্রতিনিধি দল অবৈধ থ্রি হুইলার বন্ধের চেষ্টা করে। এ সময় টেম্পু শ্রমিকরা বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের উপর হামলা চালিয়ে কয়েকটি বাস ভাংচুর করে। এ খবর পেয়ে মালিক-শ্রমিকরা তাৎক্ষণিক রূপাতলী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মাসুদ রানা সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পয়েন্ট বসিয়ে থ্রি-হুইলার চলতে বাধা দিচ্ছে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি। তাদের বিরুদ্ধে টেম্পু শ্রমিকদের মারধর, যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগ নিত্যদিনের ঘটনা। এ নিয়ে টেম্পু মালিক-শ্রমিকদের সঙ্গে বাস মালিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যদিও বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কে থ্রি-হুইলার যানবহন চলাচলের বৈধতা আছে। বাস মালিকরা অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পয়েন্টের নামে টেম্পু চলাচলে বাধা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech