বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বানারীপাড়ায় ৩টি নতুন স্কুল ভবনের উদ্বোধন করলেন এমপি শাহে আলম

বানারীপাড়ায় ৩টি নতুন স্কুল ভবনের উদ্বোধন করলেন এমপি শাহে আলম

বরিশালের বানারীপাড়া উপজেলায় ৩টি স্কুল ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এ সময় তিনি বলেন শিক্ষার দিকদিয়ে তার নির্বাচনী এলাকা উজিরপুর ও বানারীপাড়া উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের এক সাড়াপাড়ায় ৩ কোটি, ৪১ লাখ, ৩৮ হাজার ৮৫২,৮২ টাকা ব্যয়ে তৃতল বিশিষ্ট দূর্যোগ আশ্রয়ন কাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, বেলা সাড়ে ১১টায় চাখার ইউনিয়নের খলিসাকোঠায় ৩ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৩৬৬, ৫৭ টাকা ব্যয়ে তৃতল বিশিষ্ট দূর্যোগ আশ্রয়ন কাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন ও একই ইউনিয়নের সোনাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯২ লাখ, ৬০ হাজার, ১১৮ টাকা ব্যয়ে নতুন দ্বীতল বিশিষ্ট ভবনের উদ্বোধন করেণ দুপুর ১২ টার সময়। পরে তিনি চাখার সরকারী ফজলুল হক কলেজে ৬ তলা বিশিষ্ট নির্মাণাধীণ ভবনের কাজের খোঁজ-খবর নেন। এরপরে তিনি কলেজের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেণ।

এসময় তার সফরসঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, কার্যনির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, মাস্টার সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সংসদ সদস্যের এপিএস মো. জসিম মোল্লা, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার, সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন, সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন বিশ্বাস, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সম্পাদক মো. সুজন মোল্লা, সাতলার ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন,

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন, ঢাকা উত্তর সিটি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রুথেন মিয়া, রিয়াজ হোসেন, শিক্ষক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন, সুমন সিদ্দিকি, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম-সম্পাদক তৌসিফ আহম্মেদ শাহিন, চাখার কলেজ শাখা ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন প্রমূখ। পরে চাখার কলেজ ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপির সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech