বাউফলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লক্ষ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হচ্ছে।
এরই অংশ হিসেবে বুধবার আজ সকাল ১০ টার দিকে ২ হাজার প্রতিযোগীর অংশ গ্রহনে বাউফলে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।
ম্যারাথন দৌড় উপজেলা শহরের বাউফল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে গোলাবাড়ি, কুন্ডপট্টি , রিক্সাস্ট্যান্ড, ফায়ার সার্ভিস রোড হয়ে ৫.কিঃমিঃ ম্যারাথন কালাইয়া পুলের সামনে গিয়ে শেষ হয় ।
পরে প্রতিযোগিদের মধ্যে সেরা ৫০ জনকে সনদপত্র ও পুরস্কার দেওয়ার ঘোষনা দেয়া হয়।
এর আগে উপজেলার সরকারি কলেজ মাঠ থেকে ম্যারাতন দৌড়ের উদ্ধোধন করেন বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন , বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামচুল আলম মিয়া, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার তালুকদার, উপজেলা ভুমি কর্মকর্তা ও (সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট) আনিচুর রহমান বালি,উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, বাউফল উপজেলা থানার অফিসার্স ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান,উপজেলা মাধ্যমিক অফিসার নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির জামানসহ সরকারি, বেসরকারি স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সংবাদ কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
সাধারন মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।