ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি বেইলি সেতুর পাটা ভেঙে অতিরিক্ত লবন বোঝাই ট্রাক আটকে প্রায় ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে নৈকাঠী বেইলি সেতুতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার ভোররাতে ৮ ঘণ্টা পর লবন নামিয়ে ট্রাকটি উদ্ধার করা হলে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়। স্থানীয়রা জানান, ঝালকাঠির রাজাপুর ও পিরোজপুরের কাউখালী সড়কের উপজেলার নৈকাঠী বেইলী সেতুর পাটা ভেঙে খুলনা থেকে ছেড়ে আসা কাউখালীগামী অতিরিক্ত লবন বোঝাই একটি ট্রাক আটকে যায়৷ দীর্ঘদিন ধরেই নৈকাঠি বেইলী সেতুটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিল, তার মধ্যে অতিরিক্ত লোডের কারনে এ ঘটনা ঘটে। এতে ঝালকাঠি-রাজাপুর-কাউখালি-স্বরূপকাঠি, বানারীপাড়া-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে সাধারন যাত্রীরা। পরে ভোরাতে লবন নামিয়ে ট্রাকটি খালি করে উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঝালকাঠির সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, সীমান্তবর্তী নৈকাঠি বেইলী সেতুটি পিরোজপুরের আওতায় পড়েছে। ভেঙে যাওয়া সেতুটি ভোররাতে পিরোজপুরের সড়ক বিভাগ মেরামত করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।