পটুয়াখালীর কলাপাড়ায় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার রাত ৯টায় বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হক।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে পাখিমাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি আন্তঃনীলগঞ্জ মিনিবার নাইট ফুটবল টুর্নামন্টের আয়োজন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শের-ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের প্রশাসক মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খাঁন রানা, পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম, বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ খোলায় মোট ১০টি দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন জামাল আকন, হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন ও অলোক বিশ্বাস আয়োজনকারীদের সূত্রে জানা গেছে।
খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মো. আল মুনজির বলেন, ২০১০ সালে পাখিমাড়ায় তরুণ প্রজন্মের শিক্ষিত মেধাবী খেলোয়াড় এবং এলাকার উদ্দমী যুবকদের সমন্বয়ে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে খেলোয়াড় কল্যাণ সমিতি গঠিত হয়। এখন পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।