বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কলাপাড়ায় দোল উৎসব পালিত

কলাপাড়ায় দোল উৎসব পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। রবিবার সকালে পৌর শহরের মদন মোহন সেবাশ্রমে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে নগর কীর্তন বের করা হয়।

এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোররা পরস্পর রঙ ও আবির খেলার আনন্দে মেতে ওঠে। এছাড়া পৌর শহরের জগন্নাথ আখরা, চিংগরিয়া, নাচনাপাড়া, পাখিমারাসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পূর্ণিমা বা হোলি উৎসব পালন করা হয়েছে।

হোলিতে অংশ নেওয়া শিশু সৌরভ হাওলাদার বলে, বাজার থেকে ৫০ টাকার আবির ও রঙ কিনে এনেছি। এ রঙ দিয়ে সবাইকে রাঙিয়ে দিয়েছি। অপর শিশু তমা সকাল বলে, সকাল থেকে দুপুর পর্যন্ত রঙ দিয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।

কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল চন্দ্র দাস বলেন, প্রতি বছরই এ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে মন্দিরে পূজা ও প্রসাদ বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech