পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মনষাতলী গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) যৌণ হয়রানীর অভিযোগে ছয় সন্তানের জনক সুলতান হাওলাদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয় সুলতানকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, গত সোমবার দুপুরে মায়ের নির্দেশে প্রতিবেশী সুলতান হাওলাদারের বাসায় চাউল মাপার কুড়া আনতে যায় ওই কিশোরী।
এ সময় কিশোরীকে ডাক দিয়ে তার ঘরে ডেকে বিছানায় ধাক্কা মেরে শোয়াইয়া যৌণ হয়রানী করে সে।
কিশোরী ভয়ে ডাকচিৎকার দিয়ে দৌড়ে বাড়ি গিয়ে তার অভিভাবককে এ ঘটনা জানায়। কিশোরীর অভিভাবকরা তাৎক্ষণিক বিষয়টি সুলতানের কাছে জানতে চাইলে সে অস্বীকার করে।
বাধ্য হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সুলতান হাওলাদার চার মেয়ে ও দুই ছেলের পিতা। তাকে আদালতে প্রেরন করা হবে বলে জানায়।