পটুয়াখালীর গলাচিপায় বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন কতৃক বাস্তবায়িত প্রসপারিটি প্রকল্পের আওতায় সোমবার ২৯ মার্চ ২০২১ তারিখ জনসচেতনতা বৃদ্ধি ও অতি দরিদ্র পরিবার সদস্যদের আই জি এ বাস্তবায়নের লক্ষ্যে গোলখালী ইউনিয়নে মৎস্য বিষয়ক মাঠ দিবস পালিত হয়েছে।
উক্ত মাঠ দিবসে উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া গলাচিপা সদর ইউনিয়নে ডিম এর পুষ্টিগুন ও ডিম খাওয়ার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিম বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে দিনের শেষভাগে রতনদী-তালতলী ইউনিয়নে প্রায় দুইশত সদস্যর উপস্থিতিতে দুধ ও দুগ্ধ বিষয়ক সচেতনতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া কোঅর্ডিনেটর মো. আসাদুজ্জামান, মো. শরিফুল ইসলাম টেকনিক্যাল অফিসার সি এম প্রসপারিটি প্রকল্প,
ডা. মো. আল ওমরান টেকনিক্যাল অফিসার লাইভলিহুড, আক্তারুজ্জামান ইউনিট ম্যানেজ্যার, মোঃ মনিরুজ্জামান ইউনিট ম্যানেজার,
মিঠুন মল্লিক এটিও লাইভলিহুড, আবুল বাসার এটিও লাইভলিহুড, সামসুদ্দিন মিজু এটিও লাইভলিহুড, নাসরিন নাহার এটিও সি এম ও সাংবাদিক বিনয় কর্মকার, সাংবাদিক সঞ্জিব দাস, সাংবাদিক নাসির উদ্দিন প্যাদা, সিনিয়র সাংবাদিক মো. মনির হোসেন প্রমুখ।