স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে ব্যবসা পরিচালনা করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে তারা প্রায় ঘণ্টাব্যাপী কাপনের কাপড় পড়ে এ কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ শিকদার।
তিনি বলেন, ২০২০ সালের করোনা ভাইরাসের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি। অনেকে ব্যবসায়ীরা দেনায় পড়ে আছেন। সেই রেশ কাটতে না কাটতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ফের লকডাউন দিয়ে দোকান-পাট বন্ধ করে দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা।
তারা সরকারের নিকট স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। পরে ব্যবসায়ী নেতার প্রধানমন্ত্রী বরাবর ইউএনও’র কাছে স্বারকলিপি প্রদান করেন।