পটুয়াখালীর গলাচিপায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. জালাল গাজী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার বিকেলে গলাচিপার কল্যান কলস এলকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের এক প্রেস রিলিজে জানানো হয়েছে, ধর্ষক পটুয়াখালীর গলাচিপার চরচন্দ্রাইল এলাকার মোন্তাজ গাজীর ছেলে জালাল গাজী গজালিয়া ইউনিয়নের ব্রিজ বাজারের চায়ের দোকানদার। বারো বছরের এক বাকপ্রতিবন্ধী গত ১২ এপ্রিল দুপুর আনুমানিক ২টার দিকে দোকেনে গেলে খাবারের প্রলোভন দিয়ে মো. জালাল গাজী দোকানের পিছনে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এসময় প্রতিবন্ধীর কান্নাকাটির শব্দ পেয়ে মোঃ রেজাউল গাজী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে গেলে জালাল গাজী দৌড়ে পালিয়ে যায়। ধর্ষক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধামকি দিয়ে মামলা থেকে বিরত রাখার চেষ্টা করে। পরবর্তীতে ১৯ এপ্রিল ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় মামলা দায়ের করে। পরে পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যান কলস এলাকায় ধর্ষণকারী অবস্থান করছে।
ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পরিচালক মো. রবিউল ইসলামের নেতৃৃত্বে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও করে ধর্ষণকারীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মো. জালাল গাজী ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি র্যাবের কাছে স্বীকার করে।