বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

করোনায় অসহায় গরীব কৃষকদের ধান কেটে দিল রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ

করোনায় অসহায় গরীব কৃষকদের ধান কেটে দিল রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি:
কৃষক বাঁচলে বাঁচবে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ। কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহব্বানে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মানবিক ছাত্রনেতা জনাব আল-নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারন সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যে নির্দেশক্রমে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মু.কামরুজ্জামান শিবলী এর নেতৃত্ব,মঙ্গলবার(২৭ এপ্রিল) ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড তিল্লা গ্রামের অসহায় কৃষক মালেক মল্লিকের ৩ বিঘা ও সাইদুল খলিফার ২ বিঘা মোট ৫ বিঘা জমির ধান কেঁটে দিয়ে বাড়ি পৌছে দিলো রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ মাহমুদ,উপজেলা ছাত্রলীগ নেতা মাকসুদুল হাসান শিপলু,সজরুল ইসলাম নয়ন,হামিম মাহমুদ,শাহরিয়ার আইয়ুব,আসাদ আহমেদ,বনি আমিন,জি এম শাহরিয়ার,বাদশা হাসিব,আল হাসিব,সৌরভ,জিসান,লিকন সহ আর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মু. কামরুজ্জামান শিবলী বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের দক্ষিণ অঞ্চলে শতকরা ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল এই কৃষক জীবনের ঝুকি নিয়ে দেশের অর্থ নৈতিক চাকা সচল রাখার জন্য কাজ করে যাচ্ছে। করোনার এই মহামারীকালে খেটে খাওয়া মানুষের খুব কষ্টে জীবনযাপন করছে। তাই এই কৃষকের কথা বিবেচনা করে কৃষিবান্ধাব সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশে আমরা রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ কৃষকের পাশে ছিলাম,আছি, থাকবো এবং দেশের সকল ক্লান্তি লগ্নে বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও দেশের মানুষের পাশে ছিলো আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

এভাবে সকলে হত দরিদ্রদের পাশে এসে দাড়ালে সমসাময়িক সমস্যার নিরোশন হবে বলে আমি মনে করি। এসময় কৃষক, মোঃ মালেক মল্লিক বলেন, এই মহামারি করোনা ভাইরাসে আমরা অর্থ ও শ্রমিক সংকটের কারনে আমাদের পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলাম এবং আমাদের ধানগুলো সময় মত কাটতে না পারায় ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়ছিলো। এমতাবস্থায় ছাত্রলীগ আমাদের পাশে দাড়ায়। বিষয়টি ছাত্রলীগের সভাপতি জানলে তিনি ও তার নেতৃবৃন্দ নিয়ে আমার ধান কেটে ঘরে তুলে দেন,তাই আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং শিবলী সহ সকল নেতৃবৃন্দের আমি ধন্যবাদ জানাই আমার মতো গরীব কৃষককের ধান কেটে বাড়ি পৌছে দেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech