বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কাউখালীতে ১৮জনের করোনা শনাক্ত, পাঁচ বাড়ি লাল পতাকা

কাউখালীতে ১৮জনের করোনা শনাক্ত, পাঁচ বাড়ি লাল পতাকা

পিরোজপুরের কাউখালীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে ১৮জনের করোনা সংক্রমণ ঘটেছে । করোনার দ্বিতীয় ধাপে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন ব্যাপক তৎপর থাকলেও আক্রন্তের ঘটনায় জনমনে উদ্বিগ্ন অবস্থা বিরাজ করছে।

নতুন করে সংক্রমণ ঠেকাতে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা উপজেলা সদরে করেনা আক্রান্ত পাঁচ বাড়ি কঠোর লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেন।

জানাগেছে, কাউখালীতে চলমান করোনা সংকটকালে প্রশাসন ব্যাপক প্রচারণা ও লকডাউন কর্মসূচি কঠোরভাবে বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে চলতি সপ্তাহে ১৮জন করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে লাল পতাক উড়িয়ে পাঁচবাড়ি সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করে প্রশাসন। এসব বাড়িতে প্রশাসন খাদ্য উপকরণ সহায়তা দিয়ে তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

বিষযটি নিশ্চিত করে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খারেদা খাতুন রেখা বলেন, উপজেলা সদরের আইরন, হাজীপাড়া ,রঘুনাথপুর ও আমড়াজুরি মহল্লার গৃহবধূ সেলিনা হোসেন, মেহেদী হাসান, মফিজুল ইসলাম,নয়ন খান ও ব্যাংকার রাকিব হাসানের বাড়িতে লাল পতাকা উড়িয়ে সম্পূর্ণ লকডাউনে রাখা হয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, ১৮ জন করোনা সংক্রমণের মধ্যে ১৩জন চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন। বাকি পাঁচ জন সম্পূর্ণ হোমকোয়রেন্টাইনে রেখে প্রয়োজনী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech