মোঃ বশির উদ্দিন বিশ্বাস:
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ও ডালবু গঞ্জ দুই ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া ডালবু গঞ্জখাল। এর উপর লোহার সেতুটির,সিমেন্ট এর স্লাব ও লোহার এংগেল গুলো মরিচা ধরে ভেংগে যাওয়ায় সেতুটি অত্যান্ত ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। বাজারের ব্যাবসায়ী ও এলাকার লোকজন টাকাতুলে ভেংগে যাওয়া স্লিপারের বদলে, কাঠের তক্তা, গাছের গুরি দিয়ে কোন মতে মানূষ চলাচলেরব্যবস্থা করে।
মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নের যোগা যেগাযেগের এক মাত্র মাধ্যম এই সেতুটি। বর্তমানে এই দুইইউনিয়নের মানূষচলাচলে দারুন দূর্ভোগ পোহাচ্ছে।
ডালবু গঞ্জ ইউপিচেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন শিকদারবলেন,সেতুটি ডালবুগঞ্জ ইউনিয়নের শেষ প্রান্তে।সেতুটি পূনঃ নির্মিত হলে বাজারটির অস্থিত্ব থাকবে।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন – বলেন ডালবু গঞ্জ বাজারের সাথে মিঠাগঞ্জের যোগাযোগে একটি গার্ডার ব্রিজ নির্মানের টেণ্ডার হয়েছে।