আরিফুর রহমান আরিফ:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝালকাঠির সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা আবরার হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী নিলয় দেবনাথ, বরিশাল বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের মোঃ সিরাজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের মোঃ আবুবকর সিদ্দিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সৈয়দা মাহফুজা মিষ্টি। মানববন্ধনে শিক্ষার্থীরা শুধু ধুমপান নয় দেশ প্রেমেও মৃত্যু ঘটায়, আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব চাই , আবরার হত্যার বিচার চাই, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস রুখে দিবে ছাত্র সমাজ, বুয়েট তোমার ভয় নাই আমরা আছি লাখো ভাই,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো নানপ্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর রাত তিনটায় বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ।