বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

উদ্বোধন হবে কলাপাড়ার বালিয়াতলির”সৈয়দ নজরুল ইসলামসেতু”

উদ্বোধন হবে কলাপাড়ার বালিয়াতলির”সৈয়দ নজরুল ইসলামসেতু”

কলাপাড়া থেকে।
যোগাযোগা ব্যবস্থা উন্নয়নে,পটুয়াখালির কলাপাড়া  উপজেলার”আন্দার মানিক”নদিতে বালিয়াতলি পয়েন্টে “সৈয়দনজরুলইসলাম” সেতুর নির্মান কাজ শেষ হয়েছে।এখন চলছেসেতুর সৌন্দর্যের কাজ ওনদীর দুইতিরের এ্যাপ্রোচ সড়কের নির্মানকাজ। সডকের মাটির কাজ শেষ হয়েছে।
দেখাগেছে উপজেলার বালিয়াতলি,লালুয়া,মিঠাগঞ্জ, ধূলাসর, ডালবুগঞ্জ,এইপাঁচটি  ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানূষের দূর্ভোগ লাঘব হবেএবং উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো তরান্নিতহবে।  হবে। খেয়ার জন্য আর অধিক সময় ব্যয় করতেক হবেনা।এই কলাপাড়া – টু- বালিয়াতলি খেয়া ঘাটের ইজারাদের জোর, জুলুম থেকে রেহাই পাবে মানূষ। অধিক উৎসাহে জনগনজুন মাসের দিকে তাঁকিয়ে আছে। প্রধানমন্ত্রী  সেখ হাসিনাজুন২০২১ – এ- ফিতা কেটে উদ্বোধন করবেন।উ ল্লেখ্য,প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ নভেম্বর  এ সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সেতু নির্মানে ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা,জানালেন স্থানিয় সরকার প্রকৌশল অঅধিদপ্তরের ( এল জিইডি)।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech