কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়ার মহিপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইউসুফপুর গ্রামের শ্রমিক মনির মিয়ার বসতঘর। বৃহস্পতিবার (২০ মে) রাত ৮ টার দিকে গ্যাস সিলিন্ডার বাষ্ট হয়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, হঠাৎ মনির মিয়ার দো’চালা টিনের ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। পাশের বাড়ি থেকে বালতি ভরে পানি এনে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন কিন্তু ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় বকফুল (৬৫) নামের একজন বৃদ্ধ দগ্ধ হয়েছেন।
ঘরের মালিক মনির মিয়া বলেন,আমি শ্রমিকের কাজ করে ঘড়টি নির্মাণ করেছি। কিন্তু আগুনে আমার ঘরটির সঙ্গে আমার সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঘর নির্মাণ করা আমার জন্য এখন দুঃস্বপ্ন। মহিপুরের মৎস্য ব্যবসায়ী মজনু গাজী শুক্রবার ভোরে ঘটনাস্থলে গিয়ে মনিরের অবস্থা দেখে নগদ ৫ হাজার টাকা দিয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক বলেন আমি ঘটনার কথা শুনেছি আমাদের পক্ষ থেকে তার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যতটা সম্ভবত সহযোগিতা করবো।