কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের কচ্ছপখালী লেক সংলগ্ন মরিচ ক্ষেত থেকে মোটরসাইকেল চালক মিরাজ ভদ্রের মরদেহ উদ্ধারের ঘটনায় মহিপুর থানার হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত মিরাজের পিতা সিদ্দিক ভদ্র বাদি হয়ে শুক্রবার রাত সাড়ে ১২টায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শুক্রবার সকালে কুয়াকাটার কচ্ছপখালী লেকের পাশ থেকে যুবক মিরাজের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে দাবি করে এ হত্যা মামলা দায়ের করেন।
নিহতের পরিবারের দাবি প্রথম স্ত্রীর পরিবারের লোকজন এ হত্যাকান্ডে জড়িত থাকতে পারে। মৃত্যুর আগের দিন তাকে জীবন নাশের হুমকিও দেয় বলে মিরাজের পিতা জানান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান হত্যা মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, তারা গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছেন। কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে এ হত্যা মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।