কলাপাড়া (পটুয়াখালী):
ত্রাণ চাই না, বাঁধ চাই, প্রধান মন্ত্রী আপনি আমাদের বাচাঁন। এমন দাবি নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পানিবন্দী দশায় থাকা ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার দুপুর ১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমার ও পূর্বসোনাতলা গ্রামের মাঝখানে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে বিধ্বস্ত বেড়িবাঁধের উপর ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েক শত নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহন করে। এসময় বক্তব্য রাখেন, অ্যাভোকেট আবুল হোসেন, মাওলানা মো. আবুল কালাম, মাছ চাষি নাজমুল হাসান, মাওলানা ছিদ্দিকুর রহমান। নারীদের মধ্যে বক্তব্য রাখেন, গৃহবুধু মরিয়ম বেগম, জেলে বধু শাহানারা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছাসে আমাদের গ্রাম প্লাবিত হয়। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রান নয় বাঁধ নির্মান এখন সময়ের দাবী। মানববন্ধনে অংশগ্রহনকারীরা এক যোগে প্রধান মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।