বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

মঙ্গলে মরুদ্যানের খোঁজ পেল নাসা

মঙ্গলে মরুদ্যানের খোঁজ পেল নাসা

টেক ডেস্ক:

মঙ্গল গ্রহে যে পানির অস্তিত্ব রয়েছে, ফের তার প্রমাণ মিলল। লালগ্রহে এক মরুদ্যান অর্থাত্‍ ওয়েসিসের খোঁজ দিয়েছে নাসার কিউরিওসিটি। নাসার নিশ্চিত অনুমান, আজ থেকে প্রায় ৩৫০ কোটি বছর আগে এখানে জলাশয় ছিল।

বর্তমানে মঙ্গলের বুকে ‘Gale Crater’ এক্সপ্লোর করছে নাসার কিউরিওসিটি। ১৫০ কিমি চওড়া এই প্রাচীন বেসিন। আর এটিকেই বৃহত্‍ মাপের জলাসয় হিসেবে চিহ্নিত করেছে নাসার মঙ্গলযান।
প্রসঙ্গত, অক্টোবর মাস থেকে ফের মঙ্গলে প্রাণের খোঁজ শুরু করেছে মার্কিন সংস্থা নাসা। আর সেই গবেষণা অগ্রসর হওয়ার আগেই মঙ্গলে জলের অস্তিত্বের খোঁজ পেয়ে নিঃসন্দেহে উত্‍সাহিত বিজ্ঞানীরা। নাসার গবেষকদের পরবর্তী লক্ষ্য হল পানির এই গতিপথ এবং প্রকৃতি কীভাবে বদলেছে সে সম্পর্কে গবেষণা করা। এমনটাই জানানো হয়েছে নাসার জেট প্রোপালশন ল্যাবোরেটরির তরফে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech