স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮শ’ ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১ হাজার ৬শ ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২শ ১৯। শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ১৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এর মধ্যে ১০৭ জনই ৬০ ঊর্ধ্ব । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জনে। গেল ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১.৬০। একদিনে সুস্থ হয়েছে ৫ হাজার ৮শ ৪৪ জন; এনিয়ে মোট করোনা থেকে সেরে উঠেছেন ৮ লাখ ৫৬ হাজার ৩শ ৪৬ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬.৫৭।
মৃতের তালিকায় খুলনা বিভাগকে টপকে শীর্ষে উঠেছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৬৫ জনের। এছাড়া খুলনায় ৫৫ জন, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৫, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুর ৯ এবং ময়মনসিংহে ১০ জনের প্রাণহানি হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে আবরো দেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।