বরিশাল অফিস:
বরিশাল নগরীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে মাঠে থাকবে অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল জানান, ইউএনও’র বাসভবনে হামলার ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ১০ প্লাটুন বিজিবি ও ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে তার কাছে আবেদন করে। তার প্রেক্ষিতে বিকেলেই খুলনা জোন থেকে ১০ প্লাটুন বিজিবি বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে এবং পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রস্তুত রাখা হয়েছে।