ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আরমান হোসেন (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার চেঁচরীরামপুর আইডিয়াল কিন্ডারগার্টেনের সামনে দুর্ঘটনা ঘটে।
আরমান কৈখালী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ফোরকান হাওলাদারের ছেলে। সে ওই কিন্ডারগার্টেনের প্রথম (নার্সারি) শ্রেণির ছাত্র ছিল।
ফোরকান হাওলাদার বলেন, সকালে মা আকলিয়া বেগমের সঙ্গে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় আরমান। স্কুলের সামনে পৌঁছার পর কৈখালী বাজার থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে মাথা ও বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আরমানকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।