কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়ায় মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী চন্দ্রিমা কর্মকার ও জুনায়েদ হোসেন জিলান ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছে। চন্দ্রিমা ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর জুনায়েদ বাড়িতে চিকিৎসা নিচ্ছে। পরিবারের সদস্যরা জানায় কয়েকদিন আগে স্কুলে বসে মশার কামড়ে ডেঙ্গু সংক্রমিত হয় বলে তারা ধারনা করছেন। প্রথমে ভীষণ জ¦রে আক্রান্ত হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে থাকে। জ¦র না কমায় পটুয়াখালীতে নিয়ে পরীক্ষা করালে ডেঙ্গু শণাক্ত হয়। স্কুলের প্রধান শিক্ষত মোঃ জাহাঙ্গীর আলম জানান, তিনি কেবল শুনেছেন। খোঁজ-খবর নিচ্ছেন। এদিকে শিশু শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরে অভিভাবকরা শঙ্কাগ্রস্ত হয়ে পড়েছেন। অপরদিকে শনিবার দুপুরে কলাপাড়া হাসপাতালে আল-আমিন (৩৫) নামের এক ব্যক্তি ডেঙ্গু শণাক্ত হয়েছেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।