বরিশাল:
বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে বহুমুখী পাটজাত পন্য তৈরি প্রশিক্ষন এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় বরিশাল সমাজসেবা অধিদফতরের আয়োজনে নগরীর কালিজিরা এলাকায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে মেয়েদের বহুমুখী পাটজাত পণ্য তৈরির উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, নারী উদ্যোক্তা রিনা বেগম প্রমুখ।
এর পর জেলা প্রশাসক সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে থাকা মেয়েদের সাথে কথা বলেন, তাদের খোজ খবর নেন।