বরিশালে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলা, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, বিএমপির অতিরিক্ত উপ-কমিশনার দক্ষিণ মো. ফজলুল হক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, রাখাল চন্দ্র দে, মহানগর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে, সকল উপজেলা পূঁজা উদযাপন কমিটির নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বরিশাল জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ৬৩৩টি। সর্বাধিক ১৫৯টি মন্ডপ রয়েছে আগৈলঝাড়া উপজেলায়। এছাড়া উজিরপুরে ১১৬টি, গৌরনদীতে ৮৫টি, বাকেরগঞ্জে ৭১টি, বানারীপাড়ায় ৫৯টি, মেট্রোপলিটন এলাকায় মহানগরে ৪৪ ও সদর উপজেলায় ২৪টি, বাবুগঞ্জে ২৫টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, হিজলায় ১৫টি এবং মুলাদী উপজেলায় ১১টি মন্ডপে হবে আসন্ন দুর্গাপূজা।