কলাপাড়া (পটুয়াখালী):
বিশ্বে জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের দেশ ছয় ঋতুর দেশ। কিন্তু এখন বইছে বৈচিত্রময় আবহাওয়া। গ্রীষ্ম, বর্ষা আর শীত ছাড়া অন্য কোন ঋতু বোঝা যায়না। এ বছরই আমরা দেখেছি পুরো আষাঢ় থাকছে শুকনো। মনে হয় তীব্র গরমকাল। পৌষ মাসেও শীত পাই না। আমাদের শিশুদের জন্য বিষয়টি খুবই গুরত্বপূর্ণ। শিশুদের কথা ভেবেই সকলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। সকলকে সচেতন হতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস ও একশন এইডের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় ব্যতিক্রমধর্মী এক সংবাদ সম্মেলনে কলাপাড়ায় শিশু শিক্ষার্থী আয়শা আক্তার, জিদনি, সিক্তা ও সারা মনি এসব বলেছেন। “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়া শিশু ফোরাম আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে শিশুরা আরও জানায়, লালুয়া এলাকায় বাল্য বিয়ের প্রবণতা বাড়ছে। এলাকার শিশুদের প্রেমের প্রস্তাব দিয়ে বিপথগামী করে এক শ্রেণির বহিরাগত বিয়ে করছে। মা-বাবা মেয়েদের নিরাপত্তার কথা ভেবে কন্যা শিশুকে বিয়ে দিচ্ছেন। বাল্য বিবাহ প্রতিরোধের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমাদেরকে সৃজনশীল চিন্তায় যুক্ত করতে হবে এবং মতামত প্রকাশের সুযোগ তৈরির দাবি করেন এসব শিশুরা। শিশুরা করোনাকালীন শিক্ষার ক্ষতির বিশদ বর্ননা দিয়ে এর থেকে উত্তরণের পথ বের করার দাবি করে। কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। আরও বক্তব্য রাখেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার মোঃ ইদ্রিস আলম, সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু, মেজবাহ উদ্দিন মাননু, জসিম পারভেজ, জীবন কুমার মন্ডল, মিলন কর্মকার রাজু প্রমুখ।