শামীম আহমেদ ॥
ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন বরিশালের কামরুন নাহার মোহনা। কোভিড-১৯ মহামারীর মধ্যে স্বাস্থ্য খাতে সেচ্ছাসেবী কাজ,সচেতনতা বৃদ্ধি, শিশু সুরক্ষা,শিক্ষা,মানসিক স্বাস্থ্য ইত্যাদির জন্য দেশব্যাপী পনের জন নারীকে তাদের স্বেচ্ছাসেবার মাধ্যমে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য’ ইন্সপায়ারিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড২০২১ প্রদান করেছেন জাতিসংঘের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইউএনভি’। নারী স্বেচ্ছাসেবকদের মূল্যবান অবদানকে প্রচার ও স্বীকৃতি দিতে ইউএনভি বাংলাদেশ এবং অ্যাকশন এইড যৌথভাবে বুধবার আগার গাঁওয়ের এলজিইডি ভবনে পুরস্কার প্রচারণাট আয়োজন করে।
আজ শুক্রবার ববি শিক্ষার্থী তার নিজস্ব মেইল থেকে তথ্য পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন। কামরুন নাহার মোহনা বরিশাল বিশ্ববদ্যালয়লের ‘বাংলা’ বিভাগের শিক্ষার্থী কামরুন নাহার মোহনা তার প্রতিষ্ঠিত সংস্থা ‘আনন্দ স্কুলের’ মাধ্যমে করোনাকালীন সময়ে সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করার জন্য তাকে সম্মাননা এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।