মোঃ বশির উদ্দিন বিশ্বাস,কলাপাড়া:
কলাপাড়ার পায়রা বন্দরের ভুমি অধিগ্রহনের ক্ষতি গ্রস্থ দের জ জন্য নির্মানাধীন আবাসনকেন্দ্র থেকে শাওন(৩৫)নামের এক প্রকৌশলীর ঝুলন্ত মৃত দেহ উদ্বার করেছে পুলিশ।
জানাযায়, গত ১৫ আগষ্ট০২১ তারিখ,সকাল ৯ টার দিকে,লালুয়া ইউনি য়নের মহল্লাপাড়া গ্রামে৷ ঐ আবাসন কেন্দ্রের তার নিজ কক্ষথেকে তার মৃত দেহউদ্বারকরাহয় মৃত নেছার উদ্দিন শাওন, ভোলা জেলার চর ফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। শাওন ওখানকার নির্মানাধীন আবাসনের ঠিকাদারী প্রতিষ্ঠান এর প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
আরওজানাযায়, ঐ দিনসকাল ৮ টায় শাওন ুর কক্ষের দরজা বন্ধ দেখে তার সহকর্মীরা অনেক ডাকাডাকি করেও কোন সাড়া নাপেয়ে,জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলেপুলিচ এসে লাশ উদ্বার করে।এ ব্যপারেথানার ওসি মেঃ জসিম জানান, এটি আত্ন হত্যা৷ হতে পারে। একটি ইউডি মামলা হয়েছে। এবং ময়না তদন্তের জন্য লাশ পটুয়া খালি মর্গেপাঠানোহয়েছে।