বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে বিআরটিসি-এসইআইপি প্রকল্পের প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন

বরিশালে বিআরটিসি-এসইআইপি প্রকল্পের প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার ॥ ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে ভাই, দক্ষতার বিকল্প নাই’ ‘দক্ষ হবো নেইকো লাজ, ঘুচবে অভাব-মিলবে কাজ’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে বিআরটিসি-এসইআইপি প্রকল্পের আওতায় ট্রান্স -২, ব্যাচ-৩ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর বিআরটিসি, বরিশাল বাস ডিপোর প্রশিক্ষণ কেন্দ্রে এর শুভ উদ্বোধন করা হয়। বিআরটিসির ডিপো ম্যানেজার (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিসির পরিচালনা পর্ষদের সদস্য কাজী আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে কাজী আবুল কালাম আজাদ বলেন,শেখ হাসিনার দর্শন সবাইকে নিয়ে উন্নয়ন। এই উন্নয়নের ধারাবহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সড়ক ও পরিবহন সংস্থা। তিনি আরও বলেন কোন কাজ সুন্দর ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিশেষ জ্ঞান ও বুদ্ধি মত্তাকে দক্ষতা বলে।প্রত্যেক ক্যারিয়ারের জন্যই কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় জ্ঞান,দক্ষতা ও সক্ষমতা রয়েছে।আজকের এই প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের একজন দক্ষ চালক হিসেবে গড়ে তোলা হবে।আমাদের দেশের চালকদের অদক্ষতা ও অতিরিক্ত আত্নবিশ্বাসের কারনে সড়কে দুর্ঘটনা সংঘঠিত হচ্ছে।সরকার দেশে দক্ষ চালক তৈরী করার জন্য আজকের এই প্রশিক্ষনের ব্যাবস্থা করেছেন।ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষতার বিকল্প নাই।দক্ষ হবো নেইকো লাজ,ঘুচবে অভাব মিলবে কাজ। এসময় আর উপস্থিত ছিলেন, বিআরটিসি বাস ডিপোর ইনচার্জ (প্রশাসন) মো. জিহাদুল ইসলাম রেজা ও ট্রেনিং ইনচার্জ মো. জাকির হোসেন প্রমুখ। এই ট্রেনিং কোর্সটি ২০১৮ সালে শুরু হয়। বর্তমানে এর ১০ম ব্যাচ চলছে। ২৫ জন করে ৪ মাস মেয়াদী দুটি ব্যাচ চলমান রয়েছে। ট্রেনিং প্রাপ্তদের বিআরটিসি-এসইআইপি থেকে ড্রাইভিং লাইসেন্স/ সনদ প্রদান ও সম্মানী ভাতা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech