নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের মোল্লারহাট ইউনিয়ন শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় মোল্লারহাট বাজারে বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়়।সদস্য সংগ্রহ কার্যক্রম গতিশীল এবং আগামী ডিসেম্বর মাসের অনুষ্ঠান সম্পর্কে আলোচনা হয়।সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক এডভোকেট কাওসার হোসাইন এর পরামর্শক্রমে মোল্লারহাট শাখার সমন্বয়ের দায়িত্বে থাকা নাচনমহল ও রানাপাশা ইউনিয়ন শাখার সদস্য সচিব মোঃ কামরুল মাষ্টার ও মোঃ কাওসার আলম মাষ্টার উক্ত বৈঠকের সমন্বয় করেন।
উক্ত বৈঠকে বেশ কয়েকজন সামাজিক ব্যক্তি সদস্য ফর্ম পূরণ করে সংগঠনের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মোল্লার হাট ইউনিয়নের আহবায়ক জনাব মোঃ বেল্লাল হোসেন, নাচনমহল ইউনিয়নের সদস্য সচিব কামরুল হাসান, রানাপাশা ইউনিয়নের কাওসার আলম, মোঃ রাসেল খান( সদস্য)ঝালকাঠী জেলা এম্বেসেডর,শিক্ষক বাতায়ন এবং a2i প্রজেক্ট।সহকারী শিক্ষক তেতুলবাড়ীয়া ইসলামীয়া মাঃবিঃইউনিয়নের মজিবুর রহমান বাচ্চু(সদস্য)সহকারী শিক্ষক, হদুয়া সঃপ্রাঃবিদ্যালয়।
তুহিন রানা জুয়েল(সদস্য)সমাজ সেবক সহ আরো অনেকে।সব শেষ মোল্লারহাট ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে ঐক্যমতের মাধ্যমে বৈঠক শেষ হয়।