বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সুপ্তার সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বাংলাদেশ

সুপ্তার সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বাংলাদেশ

নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শারমিন আক্তার সুপ্তার সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে হারাল বাংলাদেশ।

জিম্বাবুয়ের হারারেতে মঙ্গলবার টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে শারমিন আক্তার সুপ্তার অপরাজিত ১৩০ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের বিশাল স্কোর গড়ে টাইগ্রেসরা।

জবাবে ব্যাট করতে নেমে সালমা-রুমানাদের বোলিং তোপে মাত্র ৫২ রানেই গুঁটিয়ে যায় যুক্তরাষ্ট্রের মেয়েরা। সালমা.ফাহিমা ও রুমানা নেন ২টি করে উইকেট। ১টি উইকেট শিকার করেছেন জাহানারা।

উল্লেখ্য, হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে সেঞ্চুরি করে ইতিহাসে নিজের নাম তুলে রাখলেন সুপ্তা। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম সেঞ্চুরি। এত দিন সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ। এছাড়া ২৫ বছর বয়সী এ ওপেনার গড়েছেন আরেকটি রেকর্ড। পুরো ৫০ ওভারই খেলে অপরাজিত ছিলেন তিনি। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে এ ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে গণনা করছে আইসিসি।

বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ২৫শে নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপরপ্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। ২০২২ সালে বিশ্বকাপের মূল পর্বে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও ভারত। বাছাই পর্বের সেরা তিন দলসহ ৮ দল নিয়ে আগামী বছরের ৪ঠা মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই। ৩রা এপ্রিল হবে নারী বিশ্বকাপের ফাইনাল।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech