বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দেশে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে

দেশে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে

দেশে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। একদিনের ব্যবধানে আরও বেড়েছে নতুন সংক্রমিত করোনা রোগী ও মৃত্যু।

গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৮৭ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৮৫২টি ল্যাবে আন্টিজেন টেস্টসহ ১৯ হাজার ৮৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭৭৫ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে দাঁড়াল। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নমুনা পরীক্ষা বিবেচনায় গতকাল করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ হলেও তা আজ ৩ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানান হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৬ জনের মধ্যে চারজন পুরুষ এবং বাকি দু’জন নারী। এছাড়া ৬ জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং দু’জন চট্টগ্রাম এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যানুযায়ী, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যে জানান হয় ১৯ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় ৬৭৪ জনের করোনা শনাক্ত হয়। গতকালের তুলনায় আজ নমুনা পরীক্ষা কম হলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। আর গতকাল ৪ জনের মৃত্যু খবর জানায় অধিদপ্তর। অর্থাৎ ২৪ ঘন্টার ব্যবধানে মৃত্যু ও শনাক্ত দু’টির সংখ্যাই বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ৩০ লাখ ৭৮ হাজার ৯১১ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৬৭ হাজার ৭৬১ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ১৪৯ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech