‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ পালিত হয়েছে।জেলা প্রশাসন ও (বিআরটিএ) এর আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২২ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় জাতীয় নিরাপদ সড়ক দিবসের র্যালিতে জেলা প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী , বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অংশ গ্রহন করেন । পরে জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ( বিআরটিএ) এর উপর পরিচালক মোঃ জিয়াউর রহমান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবু তাহের , জেলা আওয়ামীলেগর সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মইন তালুকদার , যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিল প্রমুখ সভায় প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা যাবে না।