জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। এর বাঁ পাশের পাখনাটি কেটে ফেলা হয়েছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন। পরে মৎস্য বিভাগ ও জেলা বন কর্মকর্তার নির্দেশে ডলফিনটিকে মাটি চাপা দেয়া হয়।
ডলফিনটি জালে আটকা পড়ার পর কোনো ধাতব দ্রব্য দিয়ে জাল কাটতে গিয়ে ডলফিনটির গায়ে আঘাত লেগেছে বলে ধারনা করছেন মৎস্য বিভাগ ও জেলা বন কর্মকর্তারা।
এ বছর কুয়াকাটা সৈকতে এই প্রথম মৃত ডলফিন ভেসে এল। গত বছর কুয়াকাটা সৈকতে ১৮টি মৃত ডলফিন ভেসে আসে।