পটুয়াখালীতে আঠারো লক্ষ বাগদা চিংড়ির রেনু জব্দ করেছে র্যাব-০৮ এর সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় পৌর শহরের টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে এসব রেনু জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাগদা রেনু ধরার অপরাধে আল মামুন (২৭) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ। পরে দুপুর ২ ঘটিকায় জব্দকৃত চিংড়ি রেনুগুলো হাজীপুর সংলগ্ন আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়।
ধারণা করা হচ্ছে, জব্দকৃত অবৈধ এই বাগদা রেনুর বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
র্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের কম্পানী কমান্ডার শহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, কিছু অসাধু মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব চিংড়ি রেনু বাগেরহাট ও মোংলায় পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।
Like this:
Like Loading...