বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

মোকাম্মেল হক মিলন,ভোলা থেকেঃ
ভোলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন  ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  সুজিত হাওলদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহমেদ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপ পরিচালক মো. ইকবাল হোসেন, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, নারীরা এখন আর কোন কাজেই পিছিয়ে নেই। সর্ব ক্ষেত্রেই তারা অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে করোনা মহামারীতে নারীদের নেতৃত্ব প্রশংসার দাবি রাখে। তাই আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধধকতা বাল্য বিয়ে, যৌতক, ইবটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে মত দেন তারা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech