বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার কাছে ৭ উইকেটে টাইগারদের হার

দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার কাছে ৭ উইকেটে টাইগারদের হার

স্পোর্টস প্রতিবেদক:

জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো প্রোটিয়ারা। টাইগারদের দেয়া ১৯৫ রানের টার্গেট ৭৬ বল বাকি থাকতে টপকে গেছে বাভুমা বাহিনী।
সেঞ্চুরিয়নের মতো জোহানেসবার্গের উইকেটও ব্যাটিং স্বর্গ। টস জিতে ব্যাটিং নিতে হবে বুঝতে পারে বাংলাদেশ। তবে এনগিডি রাবাদার পেস গোলায় আশা ভঙ্গ টাইগারদের। নিজের জন্মদিনে মাত্র ১ রানে বিদায় তামিম। টাইগার ভক্তরা কিছু বুঝে ওঠার আগেই বিদায় নেন সাকিবও।

ক্রিজে লিটনেরও হাঁসফাঁস অবস্থা। ১৫ রানে বিদায় নেন প্রোটিয়া ফাস্ট বোলার রাবাদার বলে। ইয়াসির মুশফিকও দলকে বিপদে ফেলে ফিরেন ড্রেসিংরুমে। মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে শতরানের নিচে অলআউটের লজ্জার সামনে তখন টিম টাইগার্স।

এরপরই জ্বলে উঠলেন আফিফ হোসেন ধ্রুব। প্রথমে মাহমুদউল্লাহকে নিয়ে ও পরে মেহেদী হাসান মিরাজের সঙ্গে দুটি কর্যকরী জুটি এ বাঁহাতি ব্যাটারের। এতে ৯ উইকেটে ১৯৪ রান তোলে বাংলাদেশ। ৭২ রান আফিফের ব্যাট থেকে, ৩৮ রান করেন মিরাজ। প্রোটিয়া ফাস্ট বোলার রাবাদার শিকার ৫ উইকেট।

জবাবে কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটে ম্যাচের লাগাম হাতের মুঠোয় রাখে প্রোটিয়া শিবির। শরিফুল-তাসকিনদের বিপক্ষে বেশি মারমুখী ব্যাট চালান উইকেট রক্ষক ডি কক। মাত্র ২৬ বলে ঝড়ো ফিফটি ডি ককের। ওপেনিং জুটিতে সাউথ আফ্রিকার সংগ্রহ ৮৬ রান।

টাইগারদের হয়ে প্রথম ব্রেক থ্রু মিরাজের। ২৬ রান করে আউট ইয়ানেমান মালান। হাফসেঞ্চুরিয়ান ডি ককও এরপরই আউট। ৬২ রানে এ হার্ডহিটারকে শিকার করেন সাকিব। তবে কাইল ভেরিয়েন ও অধিনায়ক বাভুমার ব্যাটে কোনো রকমের পরীক্ষা দিতে হয়নি স্বাগতিকদের।

ভেরিয়েন-বাভুমা তৃতীয় উইকেটে যোগ করেন ৮২ রান। ৩৭ রানে বাভুমা আউট হলেও ভেরিয়েন অপরাজিত থাকেন ৫৮ রানে। সমতায় ফিরে এখন বাংলাদেশ-সাউথ আফ্রিকা দুই দলের সামনে সিরিজ জয়ের হাতছানি। আগামী ২৩ মার্চ সেঞ্চুরিয়নে দিবারাত্রির ম্যাচে ডিককদের মুখোমুখি হবে তামিম বাহিনী।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১৯৪/৯ (৫০ ওভার)
আফিফ ৭২, মিরাজ ৩৮, রিয়াদ ২৫, লিটন ১৫, ইয়াসির ২, তামিম ১, সাকিব ০;
রাবাদা ৫/৩৯, র‍্যাসি ১/৩, পারনেল ১/৬, শামসি ১/২৬, লুঙ্গি ১/৩৪।

দক্ষিণ আফ্রিকা ১৯৫/৩ (৩৭.২ ওভার)
ডি কক ৬১, ভেরেইন ৫৮*, বাভুমা ৩৭, মালান ২৬;
সাকিব ১/৩৩, মিরাজ ১/৫৬।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech