বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে অন্যতম দেশ – এমপি শাওন 

বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে অন্যতম দেশ – এমপি শাওন 

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ইলিশ আমাদের জাতীয় মাছ
জাটকা ধরলে সর্বনাশ” এই শ্লোগানের মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ উপলক্ষে  ভোলার লালমোহনে
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(৩১ মার্চ রোজ বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায়  উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন  ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
পরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি, মৎসজীবি,মৎস্য আড়ৎদার ও অন্যান্য ব্যক্তিবর্গদের নিয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি শাওন বলেন  বর্তমানে শেখ হাসিনার সরকার মৎস্য হাতে  নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে অন্যতম দেশ। বর্তমান শেখ হাসিনা সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অনেক অবদান বায়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে মৎস্য খাত বিশেষ ভূমিকা রাখবে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ চাষে সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ, লর্ডহার্ডিণ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, কলমা ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন, ধলীগৌরনগর  ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল  ইসলাম মিন্টু, লালমোহন  সদর ইউনিয়নের চেয়ারম্যান  শাহজাহান মিয়া, রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা   মাস্টার সহ মৎস্য সংগঠনের নেতৃবৃন্দ ।
পড়ে এমপি শাওন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ও লালমোহন বাজারের শৃংখলা ফিরিয়ে আনার লক্ষে বাজার ব্যবসায়ী ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech