মোকাম্মেল হক মিলন, ভোলা থেকে:
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন ভোলা উত্তর শাখা আয়োজনে র্যালীটি শহরে যুগীঘোল চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে কালিনাথ রায়ের বাজার এসে শেষ হয়। সেখানে র্যালী শেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের জেলা সভাপতি এম. কামরুল ইসলাম সাবীব সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম হাবিবুল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী। ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এম ওবায়েদুর রহমান বিন মোস্তফা,ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ ইউছুফ আদনান, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি এইচ. এম. ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মুহাঃ আল আমিনসহ অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও মানুষ স্বাধীনতার পূর্ণ স্বাদ ভোগ করতে পারেনি, মানুষের বাক স্বাধীনতা, সাহিত্য স্বাধীনতা,রাজনৈতিক স্বাধীনতা, ভোটাধিকার হরণ করা হচ্ছে প্রতিনিয়ত।
বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ জনতার জীবনযাপন অনেকাংশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, সরকারের প্রতি আহবান জানান।