মোকাম্মেল হক মিলন,ভোলা থেকে:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশে ভোলা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেনের উদ্যােগে ভোলায় তিন শতাধিক দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোলা শহরের বাংলাস্কুল মাঠের ভাষানী মঞ্চে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা তোফায়েল মাষ্টার,বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি অসিম সাহ, সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহেরাব মোল্লা, রাশেদুজ্জামান হ্যাভেন,ভোলা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত চৌধুরী সাধারন সম্পাদক মোঃ কিরণসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্নস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।