বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ২১ ফেরি

যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ২১ ফেরি

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যুক্ত হবে আরও দুটি নতুন ফেরি। এতে করে এই নৌরুটে ঈদে মোট চলবে ২১টি ফেরি।

সোমবার (১৮ এপ্রিল) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের লক্ষ্যে সমন্বয় সভায় এ কথা জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।

তিনি বলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৯টি ফেরি চলছে। ঈদের আগে আরও দুটি ফেরি যুক্ত হবে। মোট ২১ ফেরি চলবে ঈদের সময়। কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে ভোগান্তি থাকবে না। আশা করছি এবারের ঈদে যাত্রীরা কোন রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ঘরে ফিরে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, এনএসআই রাজবাড়ী অফিসের উপপরিচালক শরিফুল ইসলাম, বিআইডাব্লিউটিএ এর পোর্ট অফিসার শাহ আলম মিঞা, রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসানসহ অনেকে।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান অভিযোগ করে বলেন, শুকনো মৌসুমেও দুর্ভোগ থাকে দৌলতদিয়া ঘাটে। কয়েকদিন পরেই ঈদ। তখন যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়বে। কিন্তু আমরা পরিবহনের চালক ও যাত্রীদের কাছ থেকে একটা অভিযোগ পেয়ে থাকি যে, ফেরির ধীর গতি। আবার ৩ নম্বর ঘাট ফাঁকা আছে তারপরেও ৫ নং ঘাটে গিয়ে ফেরি দাঁড়িয়ে থাকে। লোড আন লোডে সময় লাগাবে বেশি। একটু গতিতে ফেরিগুলো চালালে ১০ মিনিট আগে ঘাটে আসে। এভাবে ২০টি ফেরি যদি ১০ মিনিট করে সময় বাঁচায় তাহলে ফেরি টিপ সংখ্যা বাড়ে। আর ঘাটে ভোগান্তিও কমে। বিষয়গুলোর দিকে নজর দেওয়ার অনুরোধ জানান বাস মালিক সমিতির এই সম্পাদক।

এ সময় সভায় সিদ্ধান্ত হয় ঈদের তিনদিন আগে ও তিনদিন পরে ট্রাক পারাপার বন্ধ থাকবে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে। তবে শুধু কাঁচামাল বোঝাই ট্রাক পার হবে। প্রতিবারের মতে এবারও যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে দৌলতদিয়া ঘাটে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech