বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

অবৈধ খাদ্যদ্রব্য মজুদে গুনতে হবে ১০ লাখ টাকা জরিমানা

অবৈধ খাদ্যদ্রব্য মজুদে গুনতে হবে ১০ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:

খাদ্যদ্রব্যের অবৈধ মজুতে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব বলেন, এবার হাওরে আগাম বন্যায় প্রায় ৫ হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে। এতে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবিষয় নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। আগাম জাতের ধানের বীজ উদ্ভাবন করার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব বাঁধ ভেঙে গেছে সেসব স্থানে সেতু নির্মাণ করার বিষয়ে আলোচনা হয়েছে।

সচিব আরও জানান, সিলেট ও সুনামগঞ্জসহ হাওর অঞ্চলগুলোতে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। প্রয়োজনে এলিভেটেড পদ্ধতিতে এগুলো নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech