বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

জীবিত কচ্ছপের দেখা মিলল কুয়াকাটা সৈকতে

জীবিত কচ্ছপের দেখা মিলল কুয়াকাটা সৈকতে

এস এম আলমাস,কুয়াকাটা:
   সাগরকন্যা কুয়াকাটার জাতীয় উদ্যান ঝাউবন সমুদ্র সৈকতে  আজ মঙ্গলবার  ১৯ এপ্রিল সকাল ১১টার দিকে একটি জীবিত কচ্ছপ ভেসে আসছে। পূর্ণিমার জোয়ারের পানির তোপে ঢেউয়ের সাথে তীরে এসে বালুতে আটকে পরে কচ্ছপটি। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, খবর পেয়ে দ্রুত কুয়াকাটা জাতীয় উদ্যান ঝাউবন সৈকতে ছুটে আসি ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার সাহেবকে নিয়ে। বালুতে আটকা পড়া কচ্ছপটি আমরা উদ্ধার করি। কচ্ছপটির বাম পাশের একটি ডানা নেই ধরনা করা হচ্ছে এটি হয়তোবা জেলেদের  জালে আটকে ডানা কাটা পরতে পারে। মনে হচ্ছে কয়েক দিন আগে কচ্ছপটির বামপাশের ডানাটি কাটা পরেছে কারন কাটা পরা জায়গাটির ক্ষত চিহ্নটি সেরে উঠছে।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, কচ্ছপটির বামপাশের একটি ডানা না থাকায় পূর্ণিমার জোয়ারের পানির সাথে সমুদ্রের ঢেউয়ে দ্রুত সাঁতার কাটতে অক্ষম হওয়ায় জোয়ারের পানিতে তীরের দিকে ভাসিয়ে নিয়ে আসছে। এর আগেও অনেক গুলো মৃত কচ্ছপ কুয়াকাটার বিভিন্ন স্থানে ভেসে এসেছে । আজকে একটি জীবিত কচ্ছপ ভেসে আসছে কুয়াকাটার জাতীয় উদ্যান ঝাউবন সৈকতে। কচ্ছপটির শরিরের একাধিক  আঘাতের চিহ্ন রয়েছে এবং বামপাশের একটি ডানা নেই । এটি ওলিভ রেডলি প্রজাতির কচ্ছপ,এর ওজন আনুমানিক ২৫ কেজি হবে। ডলফিন রক্ষা কমিটির পক্ষ থেকে  সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রকৃতি রক্ষায় সবাইকে  আরো বেশি সচেতন হওয়ার দাবী জানিয়েছেন ডলফিন রক্ষা কমিটি,কুয়াকাটা ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech