লালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহন পৌরসভা ৫ নং ওয়ার্ড নিবাসী, মরহুম নান্নু মাতাব্বরের বড় ছেলে, লালমোহন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মো, কামরুল হাসান (সোহেল) মাতাব্বর হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর ১ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।(ইন্নানিল্লাহী ওয়া ইন্না’ইলাহি রাজিউন)।
আজ শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ি পৌরসভা ৫ নং ওয়ার্ডে স্ট্রোক করেন তিনি । পড়ে তাকে লালমোহন সদর হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর । কামরুল হাসান সোহেল মাতব্বরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে
মৃত্যুকালে সে স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেছেন ।
কামরুল আহসান সোহেল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
লালমোহন প্রেসক্লাব, লালমোহন সাংবাদিক ফোরামের ও লালমোহন পৌরসভা জাতীয় শ্রমিকলীগ।
মরহুম কামরুল আহসান সোহেল এর নামাজের প্রথম জানাযা শনিবার আছর বাদ আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়, দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার জন্মস্থান ধলীগৌর নগর ইউনিয়নের চতলা বাজারে। পরে তাকে তার ধলীগৌর নগর ইউনিয়নের চতলা
পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।