ভোলায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের যুগীরঘোল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অপরদিকে, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন তার নির্বাচনী এলাকা লালমোহনের নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্স মাঠে এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিজ নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের নামাজ আদায় করেছেন।
এদিকে, সকালে ঈদের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা বাতাসসহ বৃষ্টি শুরু হয়। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখার সময়ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল।