ভোলা প্রতিনিধি।। ভোলায় ও বোরহানউদ্দিন উপজেলার তৈলের এজেন্ট এর গুদাম থেকে সয়াবিন তৈল উদ্ধার করা হয়েছে। কোর্ট ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার পরানগজ বাজার এলাকার হৃদয় ষ্টোরে অভিযান চালিয়ে ৩০০ লিটার তৈল উদ্ধার করেছে এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার কৃত সয়াবিন তেল ১৬০ টাকা গায়ে লেখা দামে বিক্রি করে দেয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুক্রবার ১২ মে এই অভিযান চালিয়ে এ ব্যাবসতা গ্রহণ করেছেন। অপরদিকে বোরহানউদ্দিন উপজেলার তৈলের এজেন্ট চৌধুরী এন্টার প্রাইজ গুদামে অভিযান চালিয়ে ১৭ শত ৭০লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সয়াবিন তৈল উদ্ধার করেছে। অভিযোগে জানা যায়, একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অধিক মুনাফা অর্জন করতে ঈদের সাতদিন আগে থেকে সুকৌশলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাচ্ছেন।আজো প্রশাসন তাদের আটকাতে পারছে।না। অন্যদিকে তৈলের এজেন্ট তালিকা প্রকাশ করে শাস্তির আওতায় আনা হলে তারা মজুদ করতে পারবে না। অন্যদিকে তৈলের জাজ না কাটতেই আবার পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে জাজ দাম বাড়ছে।১১ মে সকালে পেঁয়াজ বিক্রি হয় ২৬/৩০টাকা আর সন্ধায়৪০/৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। দেখার কেউ নেই কি। ভোলা জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সহ সকল উপজেলা নির্বাহী অফিসার গত সার্বক্ষণিক বাজার তদারকি করলে এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুবা জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে আর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অধিক মুনাফা করবে। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথা সকল প্রশাসনের পক্ষ থেকে।